বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক’দিন আগেই নাসার জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো ছবিতে মুগ্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। কিন্তু সেই মুগ্ধতার অবসানের লগ্ন কি ঘনিয়ে এল? কেননা, খবর পাওয়া যাচ্ছে, এই টেলিস্কোপটি নাকি এক গ্রহাণুর সঙ্গে ধাক্কায় চিরতরে ধ্বংস হয়ে গিয়েছে।
‘ধ্বংস’ হয়ে গিয়েছে মানে, এতে এমন কিছু অসংগতি ঢুকে পড়েছে যা আর সংশোধন করা সম্ভব নয়। তা ছাড়া গ্রহাণুর দ্বারা ক্ষতিগ্রস্ত এই যন্ত্রটির সব ডেটা এখন আর পরিমাপযোগ্যও নেই।
বিজ্ঞানীরা বলছেন, কিছু মাইক্রোমিটিওরয়েডের প্রভাবে এর আয়নাটি নষ্ট হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, জেমসের ক্ষয়ক্ষতি তেমন সাংঘাতিক কিছু নয়। কিন্তু ক্রমশ বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন ক্ষতির বহর। এর প্রাইমারি মিররটিই নষ্ট হয়ে গিয়েছে।
তবে এই ধরনের ঘাত-প্রতিঘাত আসতেই পারে এটা আগাম ভেবে নিয়ে বিজ্ঞানীরা এর মধ্যে প্রযুক্তিগত ‘ইন বিল্ট’ কিছু ব্যবস্থা তৈরিই রেখেছিলেন। যদিও বাস্তবে তা ততটা কার্যকরী হল না। ‘নাসা’ ইউরোপিয়ান স্পেস এজেন্সি’ এবং ‘কানাডিয়ান স্পেস এজেন্সি’র সঙ্গে মিলিত ভাবে এই টেলিস্কোপটি তৈরি করেছে।
ফোনের ম্যাসেজ মুছে দিলেই শেষ হয়ে যায় না, আরও যেখানে থেকে যায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।