আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির দাবিতে আমেরিকায় বিক্ষোভ করেছেন দেশটির বেশ কয়েকটি বামপন্থী ইহুদি গোষ্ঠী। গত সোমবার হোয়াইট হাউসের সামনে এই বিক্ষোভ করা হয়। এ সময় গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাগিদ দেওয়া হয়।
সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, গাজায় এই ইসরায়েলি হামলাকে ‘গণহত্যার পরিকল্পনা’ বলে আখ্যা দিয়েছেন এসব বামপন্থী ইহুদি গোষ্ঠী। এ কারণে তাঁরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন।
সংবাদমাধ্যম এবিসিনিউজ বলছে, এই বিক্ষোভে অংশ নিয়েছেন ‘ইফনটনাউ’ ও ‘জিউস ভয়েস ফর পিস’ নামের গোষ্ঠীর সদস্যরা। এ সময় তাঁদের মুখে ছিল যুদ্ধবিরোধী স্লোগান। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল বিভিন্ন শান্তির বার্তা। এ ছাড়া গত ৭ অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানিয়েছেন তাঁরা।
Holding hands blocking 17th street outside the White house to stop a genocide, join us and @jvplive to build a bridge of Jews against genocide across the country. More here: https://t.co/ITCdhukc2o pic.twitter.com/AdZou59zDR
— IfNotNow🔥 (@IfNotNowOrg) October 16, 2023
এই বিক্ষোভ থেকে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই তীব্র হওয়ায় আমেরিকা তাদের দুই হাজার সেনাকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
More arrests in front of the White House — chanting “ceasefire now” pic.twitter.com/MHR14X8q1g
— IfNotNow🔥 (@IfNotNowOrg) October 16, 2023
পেন্টাগনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুই হাজার সেনাকে প্রস্তুত থাকতে বলেছেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, আমেরিকার সেনারা চিকিৎসা সহায়তা ও বিস্ফোরক নিয়ন্ত্রণের মতো কাজগুলো করবে। তবে পেন্টাগন জানিয়েছে, এখনও মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।