আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে মেয়ে হলে মন খারাপ হয়ে যায় অনেকের। তবে এর বিপরীত চিত্রও আছে। আর সেই ছবিই দেখা গেল পুনেতে। কন্যা সন্তান হওয়ার আনন্দে এতটাই উদ্বেল হয়ে উঠেছেন বাবা যে সদ্যোজাত ও তার মাকে হেলিকপ্টারে চাপিয়ে গ্রামে নিয়ে এলেন বাবা। বিশাল জারেকার নামে ওই ব্যক্তি বোশারি থেকে তাঁর গ্রামের বাড়ি পুনের শেলগাঁও পর্যন্ত একেবারে হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে আসেন।
মাত্র ২৫ কিলোমিটার দূরত্ব পেরতে হেলিকপ্টারের সময় নেয় ২০ মিনিট। এজন্য গ্রামের মাঠে অস্থায়ী হেলিপ্যাডও তৈরি হয়েছিল। আর এভাবে হেলিকপ্টারে চাপিয়ে সদ্যোজাত কন্যাকে গ্রামে নিয়ে আসা দেখতে গোটা গ্রাম কার্যত ভেঙে পড়েছিল অস্থায়ী হেলিপ্যাডের চারদিকে। দেখুন সেই মন ভালো করে দেওয়া ভিডিও।
৫২ বছর বয়সে ফের মায়ের বিয়ে দিয়ে যা বললেন ছেলে
সত্যি মন ভালো করে দেয় এই ছবি। গত জানুয়ারিতে জন্ম হয়েছিল ওই কন্যার। এরপর এতদিন মামার বাড়িতেই ছিল একরত্তি। এরপর তাকে বাড়ি আনতে এই এলাহি আয়োজন। জারেকর বলেন, ‘অনেকে এখনও কন্যা সন্তানকে অভিশাপ বলে মনে করেন। আমি তাঁদেরকে বোঝাতে চাই মেয়েরা মূল্যবান। সেকারণেই তাকে এভাবে রাজকীয়ভাবে স্বাগত জানালাম।’ তবে হেলিকপ্টারে চাপানোর জন্য সবরকম সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়।
হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।