বিনোদন ডেস্ক : বন্ধ হতে যাচ্ছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’। তবে স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে কয়েকদিন বন্ধ থাকবে এই শোয়ের শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশেষ এক শোয়ের জন্য কপিল শর্মা এক মাস যুক্তরাষ্ট্রে থাকবেন। এ কারণেই অস্থায়ীভাবে শুটিং বন্ধ থাকবে ‘দ্য কপিল শর্মা শো’-এর।
জানা গেছে, কপিল শর্মা শোয়ের নতুন সিজন আসার কথা রয়েছে। শোয়ে নাকি বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই কারণেও নাকি অস্থায়ীভাবে শো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুপুরে গরমের মধ্যে নিজেকে সামলাতে না পেরে সালমানের কাণ্ড
কয়েকদিন আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন কপিল শর্মা। সিনেমাটির টিমকে প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’য়ে আসতে না দেওয়ার অভিযোগ ওঠে কপিলের নামে। এমনকী, টুইটারে ‘বয়কট কপিল শর্মা শো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।