বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। এটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। যদিও সিনেমাটি মুক্তির আগে তেমন প্রচার-প্রচারণা দেখা যায়নি। কিন্তু মুক্তির পরপরই সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভারতজুড়ে ইতোমধ্যেই সিনেমাটি ঝড় তুলেছে। বলিউড বক্স অফিস কাঁপিয়ে ইতোমধ্যেই ২০০ কোটি রুপি আয় করে ফেলেছে। মাত্র ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমার এমন অবিশ্বাস্য সাফল্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায়ও চলছে আলোচনা।
তবে সিনেমাটিকে কেন্দ্র করে এখন বড় ধরনের ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে। অনেক তারকাই এ নিয়ে বেশ বিতর্কিত মন্তব্য করেছেন।
তবে এবার এক ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। যা দেখে সবাই অবকা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এ সিনেমাটির একটি নতুন পোস্টার। এটি এই সিনেমার পরিচালকই শেয়ার করেছেন। কারণ, নিজের রক্তে একজন ভক্ত এঁকেছেন এটি।
যদিও এটা নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে, তবে তা সিনেমা দেখায় কোন প্রভাব পড়েনি বরং এটি দেখা প্রতি আরও চাহিদা বাড়ছে দর্শকের।
নির্মাতার সূত্রে জানা যায়, মধ্যপ্রদেশের বিদিশা শহরের বাসিন্দা মঞ্জু সোনি নিজের শরীরের ১০ মিলিমিটার রক্ত দিয়ে এঁকেছেন এই পোস্টার। ঠিক কিভাবে নিজের রক্ত সংগ্রহ করে এই পোস্টার সৃষ্টি করেছেন এরও ব্যাখ্যা দিয়েছেন।
নির্মাতা আরও লেখেন, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি এটাও জানি না কী বলব, ঠিক কীভাবে মঞ্জু সোনিকে ধন্যবাদ জানাবো। শত শত প্রণাম এবং কৃতজ্ঞতা। যদি কেউ ওকে চেনেন, তাহলে ওর ফোন নম্বর দিন। যেন আমি এই ভক্তের সঙ্গে দেখা করতে পারি।
তবে অনেক সিনেমাপ্রেমীরাই প্রশ্ন তুলেছেন যে রক্ত দিয়ে এমন কাণ্ড কতটা গ্রহণযোগ্য? এর উত্তরে নির্মাতা জানান, সবার আবেগকেই আমি সম্মান করি, তবে এমন ঘটনা ঘটানোর আর প্র্রয়োজন নেই। আমি চাই না আর কেউ রক্ত দিয়ে এমন কাজ করুক। সবার প্রতি ভালোবাসা।
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।