বিনোদন ডেস্ক : ‘দ্য কাশ্মীর ফাইলস’ এক্সপ্রেস যেন থামার নামই নিচ্ছে না। সারা বিশ্বব্যাপী ইতিমধ্যেই ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। গত সপ্তহের মাঝামাঝি সিনেমার বক্স অফিস কালেকশন একটু কমে এসেছিল।
যা দেখে অনেকেই মনে করেছিল এবার বুঝি সিনেমার জয়যাত্রায় ইতি। কিন্তু সেসব মিথ্যে করে শনিবার ৭.২৫ কোটির টিকিট বিক্রি হয়। তাঁর আগের দিন শুক্রবার ছবি ব্যবসা করেছিল ২.৭৫ কোটির। প্রসঙ্গত, ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কাশ্মীর ফাইলস’। এটা এই নিয়ে ছবিটির তৃতীয় সপ্তাহ।
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ২৫০ কোটির ঘরে প্রবেশ করার খবর শেয়ার করে নেন বিবেক অগ্নিহোত্রী নিজেই। যাতে লেখা ছিল, ‘১৬ দিনে দ্য কাশ্মীর ফাইলসের আয় ২৫২.৪৫ কোটি। তৃতীয় রবিবারে বক্স অফিস কালেকশন ভারতে ৭.৬০ কোটি। বিশ্বব্যপী ২.১৫ কোটি।’
ফিল্ম অ্যানালিসিস্ট তরণ আদর্শ তাঁর টুইটে লেখেন, ‘RRR-এর সাথে কড়া প্রতিযোগিতা সত্ত্বেও কাশ্মীর ফাইলস শনিবার তার খেল দেখিয়েছে বক্স অফিসে। দারুণ উন্নতি। তৃতীয় রবিবার (১৭ দিনে) তা ২২৫ কোটি পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আর তৃতীয় সপ্তাহে ছুঁয়ে ফেলবে ২৫০ কোটির ঘর। (তৃতীয় সপ্তাহে) শুক্রবার ৪.৫০ কোটি। শনিবার ৭.২৫ কোটি। মোট ২১৯. ০৮ কোটি।’
১৯৯০ সালের কাশ্মীর ইস্যু নিয়েই ছবিটি বানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। কীভাবে সেই সময় উপত্যকা থেকে কাশ্মীরি হিন্দুদের উৎখাত করা হয়, তাই দেখানো হয়েছে ছবিতে। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক অভিনয় করছেন এই ছবিতে।
দেশের বড় একটা অংশ মনে করছে এই সিনেমার খুব প্রয়োজন ছিল। কারণ ছবিটি এমন একটা সময়কে তুলে ধরেছে, ইতিহাসের না জানা এমন দিকে ফোকাস করেছে, যা আজকের তরুণ প্রজন্মের জানা খুব দরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।