‘দ্য কাশ্মীর ফাইলস’ জনপ্রিয়তা পায় এটা খুবই বিরক্তিকর : নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। কাজের স্বীকৃতি স্বরূপ ‘পার’, ‘স্পর্শ’ ও ‘ইকবাল’ সিনেমার জন্য পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঠোঁটকাটা স্বভাবের কারণে প্রায়ই আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।

নাসিরুদ্দিন শাহ

এবার ‘গদর টু’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই শিল্পী। তার মতে— এসব সিনেমা ব্লকবাস্টার হিটের তকমা পাওয়া উদ্বেগজনক। ফ্রি প্রেস জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

বলিউড সিনেমা নির্মাণের ধারা পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘এখন আপনি যত বেশি ‘উগ্রবাদী দেশ প্রেমিক’ হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। কারণ এই ভাবনাতেই এখন দেশে চলছে। দেশকে ভালোবাসাই যথেষ্ট নয়। বরং তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। এসব মানুষ বুঝতে পারছে না যে, তারা যা করছে তা খুব ক্ষতিকারক।’

কয়েকটি সিনেমার নাম উল্লেখ করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘‘কেরালা স্টোরি’, ‘গদর টু’ সিনেমা আমি দেখিনি, তবে জানি এগুলো কী। এটা খুবই বিরক্তির যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো সিনেমা দ্রুত জনপ্রিয়তা পায়। অথচ সুধীর মিশ্রা, অনুভব সিনহা, হানসাল মেহতা নির্মিত সিনেমা দেখে না। তারা তাদের সময়ে সত্যটা সিনেমায় চিত্রিত করার চেষ্টা করেছেন। তবে এটাও ঠিক যে, এই নির্মাতারা সাহস হারাবেন না, তারা তাদের গল্প বলা থামাবেন না।’’

‘১০০ বছর পর যখন মানুষ ‘ভিড়’ আর ‘গদর টু’ দেখবে, তখন বুঝতে পারবে কোন সিনেমাটি সময়ের সত্যি কথা বলেছিল। কারণ সিনেমাই একমাত্র মাধ্যম, যেখানে এটা করা যায়। বর্তমানে যা ঘটছে, তাকে রিগ্রেসিভ বললেও কম বলা হবে। কোনো কারণ ছাড়াই কোনো সম্প্রদায়কে ছোট করা একটা বিপজ্জনক প্রবণতা।’ বলেন নাসিরুদ্দিন শাহ।

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

ভারতীয় চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সর্বশেষ তাকে দেখা যায় ‘তাজ: রেইন অব রিভেঞ্জ’ সিরিজে।