এই দেশে ৪০ মিনিটের জন্য রাত হয়, বাকি সময় থাকে দিনের আলো

The land of the midnight sun

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে এমন অসংখ্য ঘটনা ঘটে যেগুলো নিয়ে ভাবলেই মাথা ঘুরে যাবে। কিছু রহস্য আজও রহস্যই হয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরছে বলে বিশ্বের বিভিন্ন স্থানে দিনরাত বিভিন্ন সময়ে হয়। অর্থাৎ ভারতে যখন সকাল ছটা তখন আমেরিকায় রাত হবে।

The land of the midnight sun

কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে, যেখানে সূর্য অস্ত মাত্র ৪০ মিনিটের জন্য। আবার আশ্চর্যজনক ব্যাপার হলো, ৪০ মিনিট পর অর্থাৎ রাত দেড়টার দিকে এদেশে আবার সূর্য উদয়ও হয়। এই প্রতিবেদনে আমরা সেই দেশটারই কথা বলবো।

দেশটির নাম নরওয়ে, যা বিশ্বের মানচিত্রে ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত। এই দেশটি উত্তর মেরুর খুব কাছে, তাই পৃথিবী অন্যান্য জায়গার তুলনায় এখানে খুব ঠান্ডা। নরওয়ে আর্কটিক সার্কেলের মধ্যে আসে, তাই এই অদ্ভুত ঘটনাটি এখানে ঘটে। যদিও সারা বছর এই ঘটনা ঘটে না, আড়াই মাসের জন্য এমনটা হয়।

টানা আড়াই মাস নরওয়েতে রাত হয় মাত্র ৪০ মিনিটের জন্য। এখানে সূর্য ঠিক রাত্রি ১২:৪৩-এ অস্ত যায় এবং এর ঠিক ৪০ মিনিট পরে অর্থাৎ রাত্রি ১:৩০টা নাগাদ সূর্য উদিত হয়। এই আশ্চর্যজনক ঘটনার কারণে নরওয়ে সারা বিশ্বে মধ্যরাত্রি সূর্যের দেশ হিসেবে পরিচিত।

মোদির লেখা গানে কণ্ঠ দিলেন ধ্বনি, ভাইরাল ভিডিও

বছরের মে মাস থেকে জুলাই পর্যন্ত, প্রায় ৭৬ দিন নরওয়েতে মাত্র ৪০ মিনিটের জন্য সূর্য অস্ত যায়। তবে সূর্য উঠলেও এখানে তেমন গরম নেই। এদেশে বরফে ঢাকা পাহাড় ও হিমবাহ দেখে আপনি অবাক হবেন। দেশটির আয়ের বেশিরভাগ আসে পর্যটন থেকে, যে কারণে নরওয়েকে বিশ্বের ধনী দেশের মধ্যে গণ্য করা হয়।