বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় রানের পাহাড় গড়ল লঙ্কানরা

বাংলাদেশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফিল্ডারদের হাত যেন বড্ড পিচ্ছিল। সিলেট থেকে চট্টগ্রাম—ভেন্যু বদলালেও বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিস দেখা যাচ্ছে এখন নিয়মিতই। স্বাগতিকদের ক্যাচ মিসের সুযোগ ভালোমতোই কাজে লাগাচ্ছে লঙ্কানরা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫০০ ছাড়িয়েছে লঙ্কানরা।

বাংলাদেশ শ্রীলঙ্কা
ছবি: কমল দাশ

৪ উইকেটে ৩১৪ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লঙ্কানদের নামের পাশে তখন ৯০ ওভার। ৬৯ ওভার ব্যাটিং করে প্রথম দিনের রানের সঙ্গে আরও ২১৭ রান যোগ করে থেমেছে সফরকারীরা। লঙ্কানরা অলআউট হয়েছে ৫৩১ রান করে। তবে সফরকারীদের ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। দুই মেন্ডিসের ৯০ এর ওপরের স্কোরই লঙ্কানদের সর্বোচ্চ স্কোর। যার মধ্যে কামিন্দু ৯২ রানে অপরাজিত থেকেছেন।

দিনের খেলা শুরুর ১৬তম ওভারে আজ বাংলাদেশকে উইকেট পাইয়ে দেন সাকিব আল হাসান। লঙ্কানদের ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলে ফিফটি পেরোনো দিনেশ চান্দিমালকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন সাকিব। লঙ্কানদের স্কোর হয়ে যায় ১০৫.২ ওভারে ৫ উইকেটে ৩৭৫ রান। সেখান থেকে ৫ উইকেটে ৪১১ রানে লঙ্কানরা প্রথম সেশনের খেলা শেষ করে।

বাংলাদেশ শ্রীলঙ্কা
ছবি: কমল দাশ

১১৮ ওভার শেষে সফরকারীরা যখন লাঞ্চ বিরতিতে যায়, ধনাঞ্জয়ার স্কোর তখন ১০৮ বলে ৭০ রান। দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় লঙ্কানরা। ১১৯ তম ওভারের দ্বিতীয় বলে ধনাঞ্জয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে ধনাঞ্জয়া। ১১১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭০ রান করেন লঙ্কান অধিনায়ক।

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

ধনাঞ্জয়ার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১১৮.৩ ওভারে ৬ উইকেটে ৪১১ রান। উইকেট সংখ্যা দ্রুত ৭ হতে পারত। তবে সেটা সম্ভব হয়নি বাংলাদেশের ফিল্ডারদের অবিশ্বাস্য এক ভুলে। ১২১ তম ওভারের শেষ বলে খালেদকে ড্রাইভ করতে যান সদ্য উইকেটে আসা প্রবাথ জয়সুরিয়া। প্রথম স্লিপে শান্ত প্রথমে ক্যাচ মিস করেন। শান্ত ক্যাচ মিস করলেও দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দীপুর ক্যাচ ধরার সুযোগ ছিল। দীপুর মিসের পর তৃতীয় স্লিপে থাকা জাকির হোসেন বলের আর নাগাল পাননি। লঙ্কানদের স্কোর তখন ১২১ ওভারে ৬ উইকেটে ৪১৯ রান।

বেঁচে যাওয়ার পর আরও বেশি সতর্ক হয়ে যায় সফরকারীরা। সপ্তম উইকেটে ১৪০ বলে ৬৫ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও জয়াসুরিয়া।