আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় হিরে। তাও আবার ‘ডি’ কাট। ‘ডি’ কাট মানে, সেই হিরে যাতে কোনও রঙ নেই, অর্থাৎ যা সম্পূর্ণ ত্রুটিমুক্ত।
এমন ‘ডি’ কাট হিরে কার্যতই দুর্লভ। তায় আবার বিশ্বের সবচেয়ে বড় হিরে যা নিলামে উঠল। ১৬৩ দশমিক ৪১ ক্যারেটের হিরেটি ঝোলানো ছিল এক অপরূপ নেকলেসে।
নেকলেসটি হিরে আর পান্নার তৈরি। নেকলেসটির নাম ‘দ্যা আর্ট অফ গ্রিসোগোনো’। সেই নেকলেসে লকেটের মত ঝুলে থাকা হিরেটি জেনেভায় নিলামে ওঠে।
২০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক থেকে শুরু হয় নিলাম। অনেকেই বোলি লাগাতে থাকেন। অবশেষে টেলিফোনে বোলি লাগান এক ব্যক্তি, দর দেন ৩৩.৫ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। এর উপরে আর কেউ দর না হাঁকায় ওই দামেই বিক্রি হয়ে যায় হিরেটি।
ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ২২১ কোটি ৪৮ লক্ষের কিছু বেশি। হিরে নিলামের ইতিহাসে নাতো এত বড় কোনও হিরে কখনও নিলামে উঠেছে, আর নাই তা এত দামে বিক্রি হয়েছে।
প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।