জুমবাংলা ডেস্ক : পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সারা দেশে আগামী সপ্তাহের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার ফেনী ও বান্দরবানে দেশের সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ও ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শুক্রবার পশ্চিম অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সন্ধ্যা ৭টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সিলেটে ৫৭, মাদারীপুরে ৪২, ভোলায় ১২ এবং সাতক্ষীরা ও কুষ্টিয়ার কুমারখালীতে ১১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লা, নোয়াখালীল মাইজদীকোর্ট, খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালীতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৯ এপ্রিল) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।