বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি নিয়ে এলো রেডমি নোট সিরিজের সর্বশেষ সংস্করণ। রেডমি নোট ১২ স্মার্টফোনটি বাজারে এসেছে। নতুন এই সংস্করণের ফোনটিতে আপগ্রেড করা হয়েছে ডিসপ্লে, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর। এর মাধ্যমে এই ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্রম করে তুলেছে। সেই সাথে এক নতুন মাত্রা যোগ করেছে।
স্মার্টফোনটি এখন তিনটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।
ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে। ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে স্মুথ ভিউয়িং এক্সপেরিয়েন্স। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাহায্যে সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দী করার সুযোগ থাকছে। সেই সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি নিতে ফোনটির সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্মার্টফোনটিতে থাকছে শক্তিশালী ৬ ন্যানোমিটার প্রযুক্তির আপটু ২ দশমিক ৮ গিগাহার্জ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে।
রেডমি নোট ১২-এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। এই ভ্যারিয়েন্টের দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।