বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : HMD Pulse সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গেই ‘Human Global Devices‘ এর পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে HMD Vibe নামের আরেকটি স্মার্টফোন পেশ করা হয়েছে। আমেরিকার বাজারে এই ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এই লো বাজেট 4জি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
HMD Vibe ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: HMD Vibe ফোনে 720 x 1480 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এইপিএস এলসিডি প্যানেল দিয়ে এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। এতে প্রসেসিঙের জন্য 2.4 গিগা হার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 680 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: আমেরিকায় এই ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB virtual RAM রয়েছে, যার মাধ্যমে ফোনটিতে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Vibe ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 3.5 মিমি জ্যাক, ব্লুটুথ 5.0 এবং 4জি সার্ভিস রয়েছে।
HMD Vibe ফোনের দাম
আমেরিকার বাজারে HMD Vibe ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 6GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনের দাম $149 অর্থাৎ প্রায় 12,500 টাকা রাখা হয়েছে। আগামী মাস অর্থাৎ মে মাস থেকে এই ফোনের সেল শুরু হবে। ভারতে HMD Phones ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।