বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি ভারতীয় বাজারে তাদের Xiaomi 15 সিরিজ লঞ্চ করেছে। এই ফোনটি চীনে লঞ্চ হওয়ার পর থেকেই শাওমি ফ্যানরা ফোনটি ভারতে পেশ হওয়ার অপেক্ষায় দিন গুনছিল। প্রিমিয়াম লুক এবং ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সহ শাওমি 15 এবং এই সিরিজের Xiaomi 15 Ultra ফোনটিও গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। Xiaomi 15 Ultra ফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শাওমি 15 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Xiaomi 15 এর স্পেসিফিকেশন
6.36″ 120Hz OLED M9 Display
Qualcomm Snapdragon 8 Elite
50MP Triple Rear Camera
32MP Selfie Camera
5,240mAh Battery
90W Wired HyperCharge
50W Wireless HyperCharge
ডিসপ্লে
Xiaomi 15 ফোনে 2670 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.36 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওএলইডি স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 3200নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের স্ক্রিনে কাস্টমাইজ M9 লিউমিনাস ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 1.38mm।
প্রসেসর
Xiaomi 15 ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন দিয়ে তৈরি 4.32 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 এলিট অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসরের ফলে Xiaomi 15 ফোনটিতে 45% পর্যন্ত পারফরমেন্স বেড়ে যায়।
ক্যামেরা
সেলফি এবং ভিডিও কলের জন্য Xiaomi 15 ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে OmniVision OV32B40 লেন্স রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল Leica রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.62 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল LYT900 সেন্সর, এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 15 ফোনটিতে 5,240এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Xiaomi 15 ফোনটিতে 90 ওয়াট ওয়ার্ড চার্জিং এবং 50 চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটির ব্যাটারি হেলথের কোথা মাথায় রেখে ও তাপমাত্রা কন্ট্রোল করার জন্য Surge G1 Battery Management Chip এবং Surge P3 ফাস্ট চার্জিং চিপ যোগ করা হয়েছে।
Xiaomi 15 এর দাম
শাওমি 15 5জি ফোনটি গ্লোবাল বাজারে 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 999 ইউরো প্রাইসে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 90,500 টাকা হবে। 11 মার্চ দুপুর 12টা সময়ে কোম্পানির পক্ষ থেকে ফোনের ভারতীয় দাম জানানো হবে। আমরা এরপর পোস্টের মাধ্যমে ফোনের সেল ডিটেইলস এবং অফার সম্পর্কে জানিয়ে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।