বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্লোবাল মার্কেটে স্বাওমির 14 সিরিজের জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করা হচ্ছে এবং এবার MWC 2024 এর একটি ইভেন্টের মঞ্চে কোম্পানি এই সিরিজ আন্তর্জাতিক বাজারে পেশ করে দিয়েছে। শাওমি 14 সিরিজে Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra ফোন লঞ্চ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে লঞ্চের পর আগামী 7 মার্চ ভারতে Xiaomi 14 সিরিজ পেশ করা হবে। নিচে এই ফোনদুটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর দাম
Xiaomi 14 ফোনটি কালো, সাদা এবং জেড গ্রীন কালারে সেল করা হবে এবং এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 12GB + 256GB মডেলের দাম 999 ইউরো (অর্থাৎ প্রায় 89,725 টাকা) এবং 12GB + 512GB মডেলের দাম 1,099.99 ইউরো (অর্থাৎ প্রায় 98,795 টাকা) রাখা হয়েছে।
Xiaomi 14 Ultra এর শুধুমাত্র একটি ভেরিয়েন্ট (16GB/512GB) ব্ল্যাক এবং হোয়াইট কালারে েল করা হবে। এর দাম রাখা হয়েছে €1,499 (অর্থাৎ প্রায় 1,34,700 টাকা)।
Xiaomi 14 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: শাওমি 14 স্মার্টফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2670 x 1200 পিক্সেল রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশরেট সাপোর্টেড 6.36 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফোনটি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেন 3 চিপসেটে রান করে এবং গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটি শাওমি হাইপারওএসে কাজ করে।
ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4,610mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনটি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Xiaomi 14 Ultra এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনটিতে 6.73 ইঞ্চির LTPO AMOLED প্যানেল রয়েছে। এটি 1440×3200 পিক্সেল রেজোলিউশন, 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ 3,000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে সক্ষম।
প্রসেসর: এই ফোনটি টি 3.3GHz ক্লক স্পীডযুক্ত পাওয়ারফুল স্ন্যাপড্র্যাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,300mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিও শাওমি 14 ফোনের মতো 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম: Xiaomi 14 Ultra ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।