জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নাটকীয়ভাবে বিএনপি বলয় থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান এমপি জাফর আলম। জাফর আলম অবশ্য দলীয় মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন।
শেষ পর্যন্ত তিনি অবশ্য নির্বাচনের দিন নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
‘বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে’ সৈয়দ ইব্রাহিমের পক্ষে ‘ভোট ডাকাতি ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার প্রতিবাদে’ নির্বাচন থেকে সরে যান তিনি।
ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের এই ঘোষণা নিয়ে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বেশ আলোচনা তৈরি হয়।
তবে সৈয়দ ইব্রাহিম জিতলেও ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির শীর্ষ দুই নেতা নির্বাচনে একেবারেই সুবিধা করতে পারেননি।
নারায়ণগঞ্জ-১ আসনে মাত্র তিন হাজার ১শ নব্বই ভোট পেয়ে জামানত হারিয়েছেন বিএনপি’র সাবেক নেতা তৈমুর আলম খন্দকার।
অন্য দিকে বিএনপির সাবেক নেতা এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী দশ হাজার ৯শ ৩৬ ভোট পেয়ে সিলেট-৬ আসনে জামানত হারিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।