টাঙ্গাইলের ৬ ইউনিয়নের ৫টিতেই আ. লীগের প্রার্থীর ভরাডুবি

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলে অনুষ্ঠিত ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবি ঘটেছে। এতে ৫টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ১টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) ভোট গণনা শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফলাফল ঘোষণা করেন।

সখীপুরে ৪ ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। বিজয়ীরা হলেন- বড়চওনা ইউনিয়নে আজহারুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪ হাজার ৫৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাল মিয়া (আনারস) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৮১ ভোট।

কালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন (মোটরসাইকেল) প্রতীকে ৭ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন সাথী নৌকা প্রতীকে ৬ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন।

হাতিবান্ধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান খান রবিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রনি আহম্মেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। আর হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন খান (অটোরিকশা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১টিতে আওয়ামী লীগ এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সোহরাব আলী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার (আনারস) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৯০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৮৪ ভোট।

উল্লেখ্য, ছোহরাব আলী বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আব্দুল খালেক সাধারণ সম্পাদক এবং সেলিম শিকদার উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

অপরদিকে পারখী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুর রহমান তোতা (নৌকা) প্রতীক নিয়ে ৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৫২ ভোট।