বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগল প্রতি বছর তাদের স্মার্টফোন ফ্যানদের জন্য কোম্পানির স্মার্টফোন সিরিজ পিক্সেলে নতুন নতুন ফোন লঞ্চ করে থাকে। এবার কোম্পানি তাদের পিক্সেল 9 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানি এই সিরিজে Google Pixel 9 এবং Google Pixel 9 Pro পেশ করবে বলে আশা করা হচ্ছে। প্রো মডেলের রেন্ডার আগেই সামনে এসেছে। এবার আমরা অনলিক্সের সঙ্গে হাত মিলিয়ে Google Pixel 9 এর রেন্ডার এবং 360 ডিগ্রী ভিডিও প্রকাশ্যে এনেছি। নিচে এই বিষ্যে বিস্তারিত জানানো হল।
Google Pixel 9 এর রেন্ডার ডিজাইন (লিক)
নিচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে Google Pixel 9 ফোনটি ব্লু কালার অপশনে লিকের মাধ্যমে সামনে এসেছে।
এই ফোনটি প্রো মডেলের থেকে ছোট রাখা হবে। এছাড়া ক্যামেরা মডিউলের ক্ষেত্রেও বেশ কিছু পার্থক্য রয়েছে।
ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ক্যামেরা মডিউলের মধ্যে এলইডি ফ্ল্যাশ এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
এই সেটআপে টেলিফটো লেন্স এবং আরও দুটি অন্য থাকবে বলে আশা করা হচ্ছে।
লিক অনুযায়ী এই ফোনের ডায়মেনশন 152.8 x 71.9 x 8.5mm (ক্যামেরা সহ 12.0 এমএম) হবে।
Google Pixel 9 এর ভিডিও (লিক)
Google Pixel 9 ফোনে 6.1 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এতে পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হবে।
ফোনটির প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এতে নতুন টেন্সর চিপসেট এবং বেশ কিছু AI ফিচার যোগ করা হতে পারে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি এবার পিক্সেল 9 এবং পিক্সেল 9 প্রো উভয় ফোনের ডিজাইন বেশ কিছুটা ছোট রাখা হতে পারে।
বর্তমানে এই দুটি ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে সঠিক কোনো তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানি মুখ খোলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।