বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এই মুহূর্তে যদি আপনি বাজারের সেরা 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি, যেটি জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন আপনি। আজ্ঞে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে হালকা ফোন এবং ওয়াটারপ্রুফ স্মার্টফোনের উপর অবিশ্বাস্য ছাড় দিচ্ছে মোটোরোলা। আমরা আপনাদের বলি, বর্তমানে ই-কমার্স শপিং সাইট Flipkart-এ Motorola Days Sale চলছে। যার মাধ্যমে প্রায় ১৭ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাচ্ছে Moto Edge 40 Neo ফোনটি।
তবে কিভাবে শক্তিশালী এই স্মার্টফোনটি ক্রয় করবেন এবং কতদিন এই অফার চলবে, তা জানার পূর্বে প্রথমেই জেনে নেওয়া যাক ফোনটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই যদি আমরা আপনাদের দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, প্রসেসর হিসেবে শক্তিশালী এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৭০৩০-এর শক্তিশালী প্রসেসর।
এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি সেনসর পাবেন গ্রাহকরা। এখানেই শেষ নয়, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারিও রয়েছে শক্তিশালী এই স্মার্টফোনে। বাজারের সেরা এই ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সেট-আপ।
Moto Edge 40 Neo স্মার্টফোনের অবিশ্বাস্য অফার সম্পর্কে যদি বলি, তবে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি ২৭,৯৯৯ টাকায় বিক্রয়ের জন্য উপলব্ধ রয়েছে। যেখানে ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে ৫,০০০ ডিসকাউন্ট কুপন এবং flipkart-এর তরফ থেকে সরাসরি ১৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়া ফোনটির ওপর ১৭,০৫০ টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।