আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় আছে এই বিশ্বের দীর্ঘতম ট্রেন। এই ট্রেনটি ২০০১ সালের জুন মাসে চালানো হয়েছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৪.৬ মাইল অর্থাৎ ৭.৩৫৩ কিলোমিটার। পৃথিবীর ইতিহাসে এটাই দীর্ঘতম ট্রেন। পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে বিএইপি-র একটি নিজস্ব রেললাইন রয়েছে। যাকে মাউন্ট নিউম্যান রেলওয়ে বলা হয়। এই রেল নেটওয়ার্কটি লোহা আকরিক পরিবহনের জন্য তৈরি করা হয়েছে।
এই ট্রেনের দৈর্ঘ্য ৭.৩ কিলোমিটার। ট্রেনটিতে আছে ৬৮২টি ডিজেল ইঞ্জিন এবং এটিকে টানার জন্য আটটি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভ ইনস্টল করা হয়েছিল। এই ট্রেনটি পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়ান্ডি মাইন থেকে পোর্ট হেডল্যান্ড পর্যন্ত ২৭৫ কিলোমিটার পথ ১০ ঘন্টা ৪ মিনিটে অতিক্রম করেছে।
এই ট্রেনে ৮২০০০ টন লোহা আকরিক বোঝাই ছিল। এই ট্রেনটি এত লম্বা ছিল যে এতে ২৪টি আইফেল টাওয়ার বসতে পারে। কারণ আইফেল টাওয়ারের দৈর্ঘ্য ৩০০ মিটার। এই ট্রেনটির ওজন ছিল প্রায় এক লক্ষ টন।
ট্রেনে রয়েছে ২৭০টি কোচ রয়েছে। এর আগে দীর্ঘতম ট্রেনের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ১৯৯১ সালে সেখানে ৭১,৬০০ টন ওজনের একটি ট্রেন চালানো হয়েছিল। এই ট্রেনটি সাইশেন থেকে সালদানহার মধ্যে চলত এবং লোহা আকরিক বহন করত। এটিতে ছিল ৬৬০টি ওয়াগন ছিল এবং এর দৈর্ঘ্য ছিল ৭,২০০ মিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।