আন্তর্জাতিক ডেস্ক : বরফের তলায় ছিল চিঠিগুলি। তাও আবার এক ব্যক্তির পরনে থাকা জ্যাকেটের পকেটে অতি সযত্নে রাখা ছিল সেগুলি। সেই অবস্থায় সেগুলি থেকেছে ৭৫ বছর। তারপর যখন আচমকাই একদিন বরফের তাল থেকে উদ্ধার হয় ওই পর্বতারোহীর নিথর দেহ তখন সেই চিঠিও উদ্ধার হয়।
যেমন অক্ষত সুন্দর অবস্থায় ছিল ওই ব্যক্তির দেহটি, তেমনই চিঠিগুলি ছিল জ্যাকেটের পকেটে। এভারেস্ট থেকে উদ্ধার এক পর্বতারোহীর দেহে থাকা জ্যাকেটের পকেট থেকে পাওয়া ওই চিঠিগুলি এবার পড়তে পারবেন সকলেই। যে ৪টি চিঠি ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীর মধ্যে আদানপ্রদান হয়েছিল।
জর্জ ম্যালোরি নামে এক পর্বতারোহীর দেহ পাওয়া যায় এভারেস্টের একটি উচ্চতায় বরফের তলায়। যখন পাওয়া যায় তার ৭৫ বছর আগেই তিনি হারিয়ে গিয়েছিলেন এভারেস্টে। তারপর তাঁর আর দেখা মেলেনি।
কোথায় যে তিনি বরফ চাপা অবস্থায় পড়েছিলেন তার খোঁজ মেলেনি। কিন্তু আচমকাই এমন বহু বছর আগে হারিয়ে যাওয়া পর্বতারোহীর দেহ উঁকি দিয়েছে এভারেস্টে। এমন খবর একাধিকবার শোনা গেছে। যার একজন ছিলেন জর্জ।
তাঁর পকেট থেকে তাঁর স্ত্রী রুথকে লেখা যে চিঠিগুলি পাওয়া যায় তা এবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাগডালিন কলেজের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে।
বিশ্বের কোন স্থানে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে জানেন?
চিঠিগুলির ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যা অবশ্যই ওই অমূল্য চিঠিগুলিকে দীর্ঘজীবী করবে। আর সেগুলি এখন ওই ওয়েবসাইটে ঢুকে পড়ারও সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।