স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ার পর দীর্ঘসময় মাঠের বাইরে থাকা নেইমার ফুটবলে ফেরেন চলতি মাসেই। কিন্তু পিএসজিতে তার ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বেজে গেছে। ফরাসি ক্লাবটি থেকে মন উঠে গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। অন্যদিকে পিএসজির নতুন কোচ লুইস এনরিকের গুডবুকেও নেই নেইমারের নাম। তাই তার ক্লাব ছাড়াটা অবশ্যম্ভাবীই হয়ে উঠেছিল। গুঞ্জন ছিল বার্সেলোনায় ফিরছেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হাতছানি উপেক্ষা করে সৌদি লিগেই যাচ্ছেন তিনি।
পিএসজি থেকে নেইমারকে দলে ভেড়াতে কতো খরচ হচ্ছে আল হিলালের? নতুন ক্লাবে নেইমারের বেতনই বা কতো? কী কী সুবিধা পাবেন সৌদি আরবে তিনি? – এ সকল প্রশ্নের উত্তর আনুষ্ঠানিকভাবে পেতে অপেক্ষা করতে হবে চুক্তি স্বাক্ষর পর্যন্ত। কিন্তু তার আগেই গণমাধ্যম জেনে গেছে এই চুক্তির বিভিন্ন দিক। ক্লাব ও নেইমারের ঘণিষ্ঠ সূত্রের বরাত দিয়েই এই তথ্যগুলো প্রকাশ করছে তারা।
৩১ বছর বয়সী নেইমারের জন্য আল হিলাল নাকি পিএসজিকে দিচ্ছে ৯ কোটি ইউরো, যা তাকে পরিণত করেছে দলবদলের ইতিহাসে সবমিলিয়ে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ে।
নেইমারের বেতন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম দিয়েছে ভিন্ন ভিন্ন খবর। বিবিসি বলেছে, পিএসজিতে নেইমার যা বেতন পেতেন তার ছয়গুণ বেশি বেতন পাবেন আল হিলালে। পিএসজিতে প্রতি বছর ২.৫ কোটি ইউরো বেতন পেতেন নেইমার। সে হিসেবে সৌদি ক্লাবটি থেকে প্রতি বছর ১৫ কোটি ইউরো বেতন পাবেন এই ব্রাজিলিয়ান। এ দিকে ফুটমারকেতো নামের একটি অনলাইন পোর্টাল জানিয়েছে, নেইমারকে ২ বছরে ৩২ কোটি ইউরো বেতন দেবে সৌদি ক্লাবটি।
ফুটমারকেতো একইসঙ্গে নেইমারকে আল হিলাল কী কী ব্যক্তিগত সুবিধা দেবে তারও একটা তালিকা দিয়েছে। সেখানে নেইমারের দেয়া শর্ত দেখে চক্ষু চড়কগাছ হবে যে কারও।
আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। বলাই বাহুল্য তার সেই দাবি মেনেও নিয়েছে সৌদি ক্লাবটি।
এছাড়া নেইমারের শর্ত আছে আরও। বিয়ে করা ছাড়াই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহ বহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম বলবৎ হবে না। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।
এর বাইরে কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। যেমন: আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন নেইমার। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো! টাকায় ডুব মারতেই সৌদি যাচ্ছেন নেইমার!
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel