আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী মরিয়াম শিউনা এবং অন্যান্য নেতাদের আপত্তিজনক মন্তব্যকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা ও সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী।
ভারতজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কটমালদ্বীপ’ ট্রেন্ড করছে। এমন পরিস্থিতিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ মঙ্গলবার চীনের কাছে নতুন আহ্বান করেছেন। তিনি দেশটিকে মালদ্বীপে আরও পর্যটক পাঠানোর প্রচেষ্টাকে তীব্র করার জন্য আবেদন জানিয়েছেন।
বর্তমানে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন মুইজ্জু। চীনপন্থী এ নেতা চীনকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করেছেন। মুইজ্জু বলেছেন, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে চীন একটি।
ভাষণে তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রশংসা করেছেন। মুইজ্জু বলেন, তারা মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো প্রদান করেছে৷
গত বছর ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি মুহম্মদ মুইজ্জু ভারতীয় সেনাকে দেশ ছেড়ে চলে যেতে বলার বিষয়টিকে ঘিরে তরজা অব্যাহত ছিল। মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের সম্পর্কের ক্রমাগত অবনতি হয়েছে। তারপর মালদ্বীপ সরকারের মন্ত্রী মরিয়ম শিউনাসহ আরও দু’জনের মন্তব্য দুই দেশের সম্পর্কের প্রেক্ষিতে একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।