সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত নুরজাহান (৩৩) হত্যার রহস্য উদঘাটনপূর্বক ৭২ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা মোঃ আলিফকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৪ (সিপিসি-৩)।
গ্রেফতারকৃত মোঃ আলিফ শিবালয়ের বোয়ালীপাড়া এলাকার মোঃ আতোয়ার ওরফে আকালীর ছেলে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোঃ আলিফকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে গণমাধ্যমে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ এর লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার নুরজাহান ও মোঃ আলিফ একই এলাকায় বসবাস করতেন। নুরজাহানের স্বামীর সাথে আলিফের ব্যবসায়িক সম্পর্ক থাকায় সে প্রায়ই নুরজাহানের বাড়িতে যাতায়াত করতো এবং মোবাইলে যোগাযোগ করত। এর জের ধরে নুরজাহান ও মোঃ আলিফের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নুরজাহানের স্বামী ও আশেপাশের লোকজনের কাছে জানাজানি হলে নুরজাহান ও তার স্বামীর মধ্যে মনোমালিন্য হয়। অতঃপর নুরজাহানের স্বামী আলিফের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং নুরজাহানের সাথে কথা ও দেখা না করতে অনুরোধ করেন। পরবর্তীতে নুরজাহান বেশ কিছুদিন ধরে আলিফের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখে। এরপর আলিফ ফোন করে নুরজাহানকে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং তার সাথে দেখা করতে বলে। এরপর নুরজাহান গত ১৮ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে বোয়ালীপাড়া এলাকায় বিল্লাল হোসেনের জমিতে দেখা করতে গেলে আলিফ র্বপরিকল্পিতভাবে নুরজাহানের সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর তার সাথে থাকা ছুরি দিয়ে নুরজাহানের গলা, বুক ও পেট কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরদিন দুপুর সোয়া দুইটার দিকে নুরজাহানের বাবা ও স্থানীয় লোকজন নুরজাহানের মৃতদেহটি দেখতে পেয়ে শিবালয় থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এরপর গত ২০ নভেম্বর নুরজাহানের বাবা বাদী হয়ে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন জানান,তথ্য-প্রযুক্তি ও পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত মোঃ আলিফকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আলিফ হত্যার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।