সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বগুড়ার শেরপুর উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত আফাজ উদ্দিন হত্যার ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল পরিকল্পনাকারী ও প্রধান হত্যাকারীকে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-০৪, (সিপিসি-৩)।
আটককৃত আসামী বগুড়া জেরার শেরপুর থানার আঃ আজিজ আকন্দের ছেলে মোঃ আঃ মজিদ আকন্দ (৪০)। সে একই এলাকার মৃত আফাজ উদ্দিন(৪০) এর হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান হত্যাকারী।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামলার বগুড়ার শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাবের একটি অভিযানিক দল তাকে আটক করে।
এজাহারের বিবরণে জানা যায়, মৃত আফাজ উদ্দিন ও আফাজ উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারী প্রধান হত্যাকারী মজিদ এবং তার তিন সহযোগী আসামি ইকবাল, শামীম, কাফি একই এলাকায় বসবাস করতো। তারা দীর্ঘদিন যাবত মাদক সেবন ও মাদকব্যবসা করে আসছিল। গত ২৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে আফাজ উদ্দিন তার শ্বশুরবাড়ি হতে নিজ বাড়িতে আসে। ঐ দিন রাতে শেরপুরের ঝাজড় নদীর পাড়ে
মাদক সেবন করে। আসামিরা নেশা সেবন করাকে কেন্দ্র করে রাত সাড়ে ১০ টা হতে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় শেরপুর থানাধীন ঝাজড় এলাকায় ভিকটিমের মাথায়, ডান গালে ও গলায় গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে পালিয়ে যায়।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, বগুড়া জেলার শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও আলোচিত আফাজ উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আসামির দখল হতে মৃত আফাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।