আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ থেকে ফিরে প্রথম বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নভোচরী সুলতান আলনিয়াদি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বার্তা ভাইরাল হয়ে গেছে। ছয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার ৪৮ ঘণ্টা পর এক বার্তা দিয়েছেন সুলতান। সেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি সুস্থ আছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘ফ্রম আর্থ টু স্পেস অ্যান্ড ব্যাক’ শিরোনামে এক্স-এ একটি পোস্ট করেন সুলতান। সেখানে তিনি বলেন, ‘আমি এমন সময় এই চিঠিটি আপনাদের লিখছি, যখন আমার পায়ের নিচে আর হৃদয় ভরা ভালোবাসা।’
পোস্টে সুলতান বলেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরো যাত্রায় আপনাদের ভালোবাসা আমার সঙ্গে ছিল। আমি সুস্থ আছি এবং খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’
ইনস্টাগ্রাম ও এক্স-এ ওই বার্তা পোস্টের ঘণ্টাখানেকের মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়ে। হাজার হাজার লাইক ও কমেন্ট করতে থাকেন শুভানুথ্যায়ীরা।
মুজিব নামের একজন ইন্দোনেশিয়ান কমেন্ট করেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। একজন মুসলিম হিসেবে আপনার দ্বারা আমি অনুপ্রাণিত। ইন্দোনেশিয়া থেকে আপনার জন্য ভালোবাসা।’
ইলহাম নামের এক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‘পৃথিবীতে আবারও আপনাকে স্বাগত। আপনার এই অর্জনে আমরা গর্বিত। আপনার এই অর্জন পুরো দেশের জন্যই অনেক বড়।’
দুয়াআহাদ নামে একজন বলেন, তার সন্তানরা সুলতানকে দেখে অনুপ্রাণিত। তার সাত বছর বয়সী সন্তান মহাকাশে তোলা সুলতানের ছবিগুলো দেখতে চায়।
বেশিরভাগই তার সুস্বাস্থ্য কামনা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।
দুই সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতে ফেরার কথা রয়েছে সুলতানের। তাকে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। নানা আয়োজনে তাকে বরণ করা হবে বলে জানিয়েছে খালিজ টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।