আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য দায়ী ইরান সমর্থিত হুথিদের সম্পর্কে ইরানকে একটি ব্যক্তিগত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।
বাইডেন বলেন, আমরা ব্যক্তিগতভাবে বার্তা দিয়েছি এবং নিশ্চিত যে আমরা ভালোভাবে প্রস্তুত আছি।
এদিকে ইরান লোহিত সাগরে হুথিদের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে তেহরান হুথিদের অস্ত্র সরবরাহ করছে বলে সন্দেহ করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র বলেছে যে ইরানি গোয়েন্দারা তাদের জাহাজকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।
যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছেন, লোহিত সাগরে জাহাজে হামলার জবাবে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া ছাড়া ব্রিটেনের কাছে কোনও বিকল্প নেই।
ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার (১২ জানুয়ারি) নতুন করে অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওয়াশিংটন বলেছে, তারা ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত রাডার স্থাপনায় আঘাত করেছে।
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুথি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করেছিল দেশ দুটি। হামলার পর ওইদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে আরও হামলা চালাতে দ্বিধা করবে না তারা।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। তারা জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।