সর্বনিম্ন বাস ভাড়া কত?

সর্বনিম্ন বাস ভাড়া

জুমবাংলা ডেস্ক : জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার বাস ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে।
সর্বনিম্ন বাস ভাড়া
আর নগর-মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে জনপ্রতি ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

শনিবার বনানীতে বিআরটিএর কার্যালয়ে অংশীজনের সঙ্গে বাস ভাড়া পুনঃনির্ধারণী বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এসে এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া আগেরটাই রয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। রোববার থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।

বাস ভাড়া প্রতি কিলোমিটারে যত টাকা বাড়লো