জুমবাংলা ডেস্ক : রেললাইন কাটলে এলার্ম বাজবে স্টেশন মাস্টারের কক্ষে- সংবাদটি সময় সংবাদের ওয়েবে প্রকাশ হওয়ার পর এর আবিষ্কারকের খোঁজ নিলেন ডাক, টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি (আইটিসি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন প্রযুক্তি আবিষ্কারক নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর জোয়ানপুর গ্রামের আব্দুল্লাহ আল কাফির সঙ্গে যোগাযোগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল কাফি। তিনি বলেন, রোববার (২১ জানুয়ারি) রাত ১১টার পর রুহুল আমিন প্রযুক্তির বিষয়ে যাবতীয় খোঁজ খবর নেন। পরবর্তীতে তিনি আবার যোগাযোগ করবেন বলে জানান।
ডাক ও টেলিযোগ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন বলেন, সময় সংবাদের এই প্রতিবেদনটি প্রতিমন্ত্রী মহোদয়ের নজরে আসার পর তাকে খোঁজ নিতে বলেন। পরবর্তীতে তিনি প্রযুক্তির বিষয়ে অবহিত হন। সোমবার (২৩ জানুয়ারি) প্রতিমন্ত্রী কাফির সঙ্গে কথা বলবেন বলে জানান রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, প্রতিমন্ত্রী কাফির সঙ্গে কথা বলার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
রেল লাইন কেটে ফেলা হলে বা ভেঙে গেলে সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারের রুমে বেজে উঠবে এলার্ম। একই সঙ্গে কল আসবে স্টেশন মাস্টারের মোবাইল ফোনে। এই ডিভাইস আবিষ্কার করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর জোয়ানপুর গ্রামের আব্দুল্লাহ আল কাফি। পাবনা পলিটেকনিক্যালের এই ছাত্র কাফি দাবি করেছেন মাত্র ১০ হাজার টাকায় এক স্টেশন থেকে আরেক স্টেশনের নিরাপত্তা দেবে তার এই ডিভাইস।
পাবনা পলিটেকনিক্যালের ইলেকট্রিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল কাফি বলেন, সম্প্রতি গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ভয়াবহ দুর্ঘটনায় তার মনে দাগ কাটে। রেললাইনকে নিরাপদ করতে প্রযুক্তি আবিষ্কারের চিন্তা আসে তার মাথায়।
আব্দুল্লাহ আল কাফি জানান, বেশ কিছুদিন চেষ্টার পর সফল হন তিনি। প্রতিটা স্টেশনে একটি কন্ট্রোল বক্স স্থাপন ও রেললাইনের সঙ্গে ওয়ারিংয়ে খরচ পড়বে মাত্র ১০ হাজার টাকা। ওই স্টেশনের আওতায় রেললাইন কাটা পড়লে বা ফেটে গেলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল বক্সের এলার্ম বাজবে। একই সঙ্গে এলার্ম বাক্সে থাকা মোবাইল থেকে স্টেশন মাস্টারের মোবাইলে যাবে কল।
কৃষক মাহবুব আলম বলেন, সন্তানের এই আবিষ্কারে গর্বিত তিনি। ছেলের আবিষ্কার দেশের ও জনগণের কাজে লাগলে সার্থক তিনি।
নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান রকি বলেন, শনিবার কাফি তার অবিষ্কার করা ডিভাইস নিয়ে বাড়িতে আসেন। রোববার এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ডিভাইস দেখতে ভিড় করেন। রেলযাত্রাকে নিরাপদ করতে ডিভাইসটি পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি। কৃষক মাহবুল আলম ও গৃহিনী পল্লব কান্তি সরদারের একমাত্র সন্তান আব্দুল্লাহ আল কাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।