আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে উঠার সময় বাদল হোসেন নামের এক ব্যক্তির ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতার বাজার এলাকার মনিরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদল হোসেন ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মোখলেছুর রহমান, মোরসালিন,জাহাঙ্গীর আলম নামের তিন জন ভুক্তভোগী বাদল হোসেনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ভুক্তভোগীর পিছনে লাগে এবং ব্যাংক এশিয়া ধানতারা বাজার এজেন্ট শাখা হতে ৩ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে উঠার সময় ওই তিনজন ভুক্তভোগীর পিছন থেকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারে এবং তার কাছে থাকা ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশেপাশের মানুষ এগিয়ে এলে তারা বলে বাদল সময় থাকতে পথে আয় না হলে তোর মৃত্যু নিশ্চিত।
এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, আমরা বাদলকে কিছুই বলিনি সে বিএনপির নেতাদের নিয়ে কথা বলায় পোলাপানে মারধর করছে। টাকা পয়সা ছিল কিনা জানি না।
এবিষয়ে জানতে চাইলে ধামরাই ওসি তদন্ত (পুলিশ পরিদর্শক তদন্ত) মমিনুল ইসলাম বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।