লাইফস্টাইল ডেস্ক : আমরা অনেক সময় চুল পড়া কমার পরামর্শ দেখি। যাদের প্রচুর চুল পড়ে তারা এধরনের লেখা দেখলেই আগে পড়তে শুরু করেন।
নিয়মগুলো মানারও চেষ্টা করেন। তবে নতুন চুল গজানোর তেমন কোনো পরামর্শ দেখা যায় না।
সম্প্রতি মাথায় চুল গজানোর সহজ ও প্রাকৃতিক কৌশল জানিয়েছে জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ডে বাই ডে থ্রি সিক্সটি ফাইভ। ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে খুব সহজ কিছু উপকরণের কথা বলা হয়েছে।
যেগুলো দিয়ে তৈরি মিশ্রণটি নিয়মিত খেলে টাক মাথায়ও চুল গজাবে, তাও খুব অল্প সময়েই।
চুল গজানোর মিশ্রণ তৈরিতে প্রয়োজন
তিসি তেল ২০০ গ্রাম
পাতি লেবু ৪টি
মধু ১ কেজি
রসুনের কোয়া ৩টি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে রসুন আর পাতি লেবু ছোট ছোট টুকরো করে এক সঙ্গে ব্লেন্ড করে নিন। এবার তিসি তেল ও মধু মিশিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো আপনার ম্যাজিক মিশ্রণ। এবার এই মিশ্রণ একটি পাত্রে ভরে ফ্রিজে রাখুন।
প্রতিদিন খাবার খাওয়ার আগে এক চা-চামচ করে এই মিশ্রণ খেয়ে নিন। যদি ঠাণ্ডা খেতে সমস্যা হয়, তাহলে আগেই ফ্রিজ থেকে এক চামচ মিশ্রণ বের করে রুম টেম্পারেচারে এনে নিন।
চুল গজানোর পাশাপাশি এটি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে। আর তাই চুল পড়ার সমস্যা না থাকলেও সুস্থ থাকতে এই মিশ্রণ সবাই সারা বছর খেতে পারি।
আটা মাখার সময় দিয়ে দিন জিনিসটি, রুটি হবে নরম তুলতুলে ও ফুলবে অনেক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।