বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন মোটরবাইকের সন্ধানে রয়েছেন? জুলাই মাসে দুর্দান্ত সব বাইক এসেছে বাজারে। বিশ্বব্যাপী জনপ্রিয় হারলে-ডেভিডসন থেকে ব্রিটিশ জায়েন্ট ট্রায়াম্ফ মোটরসাইকেল ভারতে লঞ্চ হয়েছে দুরন্ত ত্রুজার মোটরবাইক। দেশে এতদিন ত্রুজার বাইকের বিকল্প ছিল হাতেগোনা। তবে এই মোটরবাইকগুলি লঞ্চ হওয়ার ফলে বাইক-প্রেমীদের কাছে বেশ কয়েকটি বিকল্প বেড়েছে।
মাসকুলার লুকের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন এই বাইকগুলি শুধু চেহারায় নয় পারফরম্যান্সেও সুপারহিট। এর মধ্যে কিছু বাইকের দাম একদমই হাতের নাগালে। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নতুন কী কী বাইক লঞ্চ হল জুলাই মাসে।
Bajaj-Triumph Speed ও Scrambler
জুলাই মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ হয়েছে বাজাজ-ট্রায়াম্ফ যুগলবন্দীর এই বাইক। দুই সংস্থা মিলিয়ে দুটি মোটরবাইক লঞ্চ করেছে বাজারে – Speed 400 এবং Scrambler 400 X। মাত্র 10 দিনের মধ্যেই 10,000 বুকিং ছাড়িয়ে গিয়েছে এই বাইকের জন্য। উভয় মোটরবাইকেই রয়েছে 398 সিসি ইঞ্জিন সঙ্গে 6 স্পিড গিয়ার।
এ ছাড়া রয়েছে দু চাকাতেই ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জিং এবং LED লাইটিং। বাজারে ট্রায়াম্ফ স্পিড 400 মোটরসাইকেলের দাম রয়েছে 2.33 লাখ টাকা (এক্স-শোরুম)। প্রথম 10,000 গ্রাহকদের জন্য এই বাইকে 10 হাজার টাকা ছাড় দেয় সংস্থাটি।
Harley-Davidson X440
বাজাজ-ট্রায়াম্ফ লঞ্চ হওয়ার মাত্র 48 ঘণ্টার মধ্যে লঞ্চ হয় Harley-Davidson X440। এটিও একটি ত্রুজার বাইকের তালিকায় পড়ে। এতে রয়েছে 440 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে থাকছে 6 স্পিড গিয়ারবক্স। এ ছাড়া মিলবে ডুয়াল চ্যানেল এবিএস এবং দু চাকাতেই ডিস্ক ব্রেক।
রয়্যাল এনফিল্ডকে টক্কর দিতে এই বাইকের দামও বেশ আক্রমণাত্মক রাখা হয়েছে। Harley-Davidson X440 এর দাম রাখা হয়েছে 2.29 লাখ থেকে 2.69 লাখ টাকা (এক্স-শোরুম)। ভারতে এই বাইকের বুকিং শুরু করা হয়েছে 5,000 টাকা টোকেন মূল্যের বিনিময়ে।
Hero Xtreme 200s 4V
200 সিসি রেঞ্জে বাইক-প্রেমীদের রোমাঞ্চ দিতে সদ্য লঞ্চ হয়েছে Hero Xtreme 200S 4V। পুরনো বাইকের নতুন ভার্সন এটি। এই মোটরবাইকে থাকছে 200 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে রয়েছে দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। সম্পূর্ণ LED লাইটিংয়ের সঙ্গে এতে মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এই বাইকের দাম রাখা হয়েছে 1.41 লাখ টাকা (এক্স-শোরুম)।
BMW M 1000 RR
কেউ যদি দুরন্ত গতির রেসিং বাইক পছন্দ করেন তাহলে দারুণ মোটরবাইক BMW M 1000 RR। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই জার্মান বিউটি। এতে রয়েছে 999 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 212 ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারে। মাত্র 3.1 সেকেন্ডে 0 থেকে 100 কিমি গতি তুলতে পারে এই স্পোর্টস বাইক। সর্বোচ্চ গতি রয়েছে 314 কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতীয় বাজারে BMW M 1000 RR এর দাম 49 লাখ টাকা (এক্স-শোরুম)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।