ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ‘ফ্রি ট্রান্সফার’!

ফ্রি ট্রান্সফার

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ঘোষণা আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ‘আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। এ মুহূর্তে আমার কতটা ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মাদ্রিদ সমর্থকদের সঙ্গে দেখা হতে আমার যেন তর সইছে না। অবিশ্বাস্য এ সমর্থন জোগানোয় সবার প্রতি কৃতজ্ঞতা। হালা মাদ্রিদ!’

ফ্রি ট্রান্সফার

সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পে যে পোস্ট দিয়েছেন তাতে যুক্ত করেছেন শৈশবে তার রিয়াল মাদ্রিদ সফরের সময়কার কিছু ছবি। সেখানে একটি ছবিতে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা যায় কিশোর এমবাপ্পেকে।

১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এর পরদিনই এমবাপ্পেকে সই করার ঘোষণা দেয় মাদ্রিদ জায়ান্টরা। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে বিনা ফিতে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। ট্রান্সফার ফি লাগবে না বলেই খেলোয়াড়টিকে সাইনিং বোনাস হিসেবে ১০ কোটি ৮৪ লাখ ডলার (৮ কোটি ৫০ লাখ পাউন্ড) দিচ্ছে ক্লাবটি।

রিয়ালের সংবাদ বিজ্ঞপ্তিতে আর্থিক বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। যদিও বিভিন্ন সূত্র থেকে সংবাদমাধ্যমগুলো খেলোয়াড়টির সাইনিং বোনাস ও বেতনের তথ্য জানতে পেরেছে। স্কাই স্পোর্টস জানিয়েছে সাইনিং বোনাস ১০ কোটি ৮৪ লাখ ডলার, আর বিবিসির মতে, সাইনিং বোনাসটা ১৬ কোটি ২৯ লাখ ডলারের মতো। এ পুরো অর্থটাই তিনি একা পাবেন, যদিও সেটা দেয়া হবে পাঁচ বছর সময় নিয়ে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও মার্কার মতে, বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন এমবাপ্পে। এটা তার পিএসজিতে পাওয়া বেতনের অনেক অনেক কম। প্যারিস জায়ান্টরা তাকে বছরে ৭ কোটি ইউরো দিত। সুইস সংবাদমাধ্যম ব্লিক বলছে, রিয়ালে জুড বেলিংহাম, থিবো কোর্তোয়া, লুকা মডরিচ, ডেভিড আলাবা ও ভিনিসিয়ুস জুনিয়রের চেয়েও কম বেতন পাবেন এমবাপ্পে। বেতনের এ অসংগতি থাকলেও সাইনিং বোনাসের অর্থ যোগ করলে তার বার্ষিক বেতন সাড়ে ৩ থেকে সাড়ে ৪ কোটি ইউরোয় পৌঁছে যাবে।

এছাড়া এমবাপ্পের ছবিস্বত্ব থেকে রিয়াল মাদ্রিদ যে আয় করবে, তার একটা অংশও ফরাসি খেলোয়াড়টি পাবেন বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। সিএনবিসি আর্থিক বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেননি তারা কিংবা এমবাপ্পেও নিজেও কোনো কথা বলেননি।

চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ দলবদল থেকে কোনো অর্থ পায়নি পিএসজি। তাই এটি আক্ষরিক অর্থে ফ্রি ট্রান্সফার। আসলেই কি এটি ফ্রি ট্রান্সফার? কারণ, তাকে দলে ভেড়াতে কোটি কোটি ডলার খরচ হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের। আর এ কারণেই স্কাই স্পোর্টস এমবাপ্পের চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফ্রি ট্রান্সফার’ বলে অভিহিত করছে। সাইনিং বোনাস, বেতন মিলে তার জন্য উচ্চ ব্যয় হবে ইউরোপের সফলতম ও অন্যতম ধনী‌ ক্লাবটির।

পিএসজির হয়ে সাত মৌসুমে ৩০৮ ম্যাচে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। সর্বশেষ মৌসুমে ফ্রেঞ্চ লিগে ৪৪ গোল করে পিএসজির শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। গত ছয় মৌসুম ধরেই তিনি লিগটির সর্বোচ্চ গোলদাতা। যদিও অধরা চ্যাম্পিয়ন্স লিগটা তার এখনো জেতা হলো না। এ কারণেই তিনি পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিলেন। রিয়াল যে চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’। সদ্যই তারা ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ১০টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ছয়টিই জিতে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

আরো বেশ কয়েক বছর আগেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হতে পারতেন এমবাপ্পে। মোনাকোর হয়ে আলো ছড়ানোয় কিশোর এমবাপ্পের দিকে হাত বাড়ায় রিয়াল মাদ্রিদ। যদিও তিনি পিএসজিকেই বেছে নেন। ২০১৭ সালে ১৮ কোটি ইউরোয় তাকে সই করায় পিএসজি, যা একজন কিশোরের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফি। এই ফি তাকে নেইমারের পর বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল খেলোয়াড়ের স্থান দেয়। এরপর পিএসজির হয়ে ইতিহাস গড়েছেন। তিনি ক্লাবটির অধিনায়ক হয়েছেন এবং ছয়টি লিগ শিরোপাসহ অসংখ্য শিরোপা জয় করেছেন। জিততে পারেননি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিটা। সেই স্বপ্নপূরণে এবার তিনি যাচ্ছেন রিয়াল মাদ্রিদে।

২৫ বছর বয়সী এমবাপ্পে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ফ্রান্স। ওই আসরে ঝলমলে পারফরম্যান্সে আলো কাড়েন কিশোর এমবাপ্পে। ২০২২ সালের বিশ্বকাপেও শিরোপার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেও জেতাতে পারেননি দলকে। লিওনেল মেসির আর্জেন্টিনাই পায় বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট।

চারপাশের নেতিবাচকতা থেকে দুরে থাকতে মেনে চলুন এই ৫ অভ্যাস

২০২১ সালের আগস্টে এমবাপ্পের জন্য ১৮৮ মিলিয়ন ডলার ফি প্রস্তাব করেছিল রিয়াল। ওই সময় খেলোয়াড়টিও রিয়ালে দলবদল চেয়েছিলেন। যদিও পরে তিনি ইউটার্ন করেন। ২০২২ সালে আরেকবার হয়েছে নাটকীয়তা। রিয়ালে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেন এমবাপ্পে। যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে তিনি ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেন। অবশেষে তাকে পাচ্ছে রিয়াল কিংবা তিনি পাচ্ছেন রিয়ালকে। যোগ দিচ্ছেন তারার মেলায়, যেখানে আগে থেকেই জ্বলছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোর মতো তারকা ফরোয়ার্ড। তাদের সঙ্গে এবার এমবাপ্পেও যোগ দিলে এ স্কোয়াডটি হয়ে উঠবে আরো ভয়ংকর, আরো অপ্রতিরোধ্য। সিএনবিসি, সিএনএন, ইউরো নিউজ।