স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মৌসুম কাটছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে বিভোর তারা। এবার দুটি ট্রফিই বার্নাব্যুতে যাবে, এমন আশা সমর্থকদের।
শুধু খেলার মাঠই নয়, তাদের রাজকীয় সত্তার আরও একটি খবর এলো ফুটবলভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম ফুটবল বেঞ্চমার্ক থেকে। তারা জানিয়েছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি জার্সি রিয়াল মাদ্রিদের।
‘ফুটবল বেঞ্চমার্ক’ তাদের এক প্রতিবেদনে জানায়, পৃষ্ঠপোষকদের কাছ থেকে আয় বিচারে বর্তমানে ইউরোপের যত ক্লাব রয়েছে, তাদের মধ্যে রিয়ালের জার্সির মূল্য সবচেয়ে বেশি। তারা পেছনে ফেলেছে তাদের চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনাসহ বায়ার্ন, ম্যানসিটি, পিএজসি, এসি মিলানের মতো শীর্ষ ক্লাবগুলোকে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিয়াল শুধু জার্সিতেই তাদের পৃষ্ঠপোষকদের কাছ থেকে আয় করে ১৯ কোটি ইউরো। এর মধ্যে কিটস সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস থেকেই তারা পায় ১২ কোটি ইউরো। আর রিয়াল মাদ্রিদের প্রধান স্পন্সর এমিরেটস রিয়ালকে দেয় বছরে সাত কোটি ইউরো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।