আন্তর্জাতিক ডেস্ক : চারপাশে সমুদ্রঘেরা এক নির্জন দ্বীপ। সেই দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে রহস্যময় এক সাদা বাড়ি। যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিসঙ্গ বাড়ি। নির্জন দ্বীপে সবুজ পাহাড়ের পাশে সাদা বাড়িটি কৌতুহলী করে তুলেছে মানুষকে। আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে ছোট ছোট দ্বীপে নিয়ে গঠিত ওয়েস্টমানেজার দ্বীপপুঞ্জ। এলিডাই হল এই দ্বীপগুলির মধ্যে সবচেয়ে উত্তর-পূর্ব দিকে অবস্থিত দ্বীপ।
এখানে ঘাসযুক্ত ঢালু সবুজ ভূমিতে অবস্থান করছে সাদা বাড়িটি। এই সুন্দর দ্বীপটি ১৯৩০ সাল থেকেই জনমানহীন রয়ে গেছে। যদিও এর আগে এই দ্বীপে পাঁচটি পরিবার বসবাস করতো। ১৯৩০ এর দশকে তারা এই দ্বীপ ছেড়ে চলে যায়।
নিসঙ্গ সাদা বাড়িটি নিয়ে জনমনে নানা তত্ত্ব ছড়িয়ে আছে। অনেকের দাবি এক উদ্ভট বিলিওনিয়ার তৈরি করেছে। অনেকের মতে সবচেয়ে জনপ্রিয় আইসল্যান্ডীয় এক গায়ক এখানে বসবাস করেন। ২০০০ সালে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী গায়ককে দেশের সংস্কৃতিতে তার অবদানের জন্য ধন্যবাদ হিসাবে একটি দ্বীপের প্রস্তাব দিয়েছিলেন যদিও তিনি তা গ্রহণ করেননি। আবার অনেকে মনে করে এই বাড়ির আসলে কোনো অস্তিত্ব নেই। সোস্যাল মিডিয়ায় প্রচার হওয়া এই বাড়ির ছবি আসলে এআই দিয়ে তৈরি।
কিন্তু বাস্তবে এই বাড়ির অস্তিত্ব আছে। ১৯৫০ এর দশকে শিকার দলের সদস্যরা এই দ্বীপে রাত কাটানোর জন্য সাদা বাড়িটি তৈরি করে। এই বাড়ি শিকারী দলের কেবিন হিসেবে ব্যবহৃত হতো।
বর্তমানে এই বাড়ি একপ্রকার পর্যটন আকর্ষণ কেন্দ্র বলে বিবেচিত। অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে ঘুরতে আসে। এই দ্বীপে আসা বেশ কষ্টসাধ্য। তবুও সমুদ্রঝড় পাড়ি দিয়ে অনেকে এই দ্বীপে আসে বাড়িটিতে রাত কাটানোর জন্য। বাড়িটির ভিতরে বেড, ডাইনিং টেবিল, চেয়ার সব আছে। পর্যটকরা এখানে রান্না করে খেতে পারে। বিভিন্ন পশুপাখি এবং সামুদ্রিক প্রাণীও দেখা যায় বাড়িটি থেকে।
তবে দ্বীপটিতে নোঙর করাও বেশ কষ্টসাধ্য। কেননা এখানের ভূমি খুব উঁচু নিচু এবং পাথুরে। নৌকা থেকে নেমে পাথর বেয়ে দ্বীপটিতে উঠতে হয়। তারপর দেখা মেলে সেই বাড়িটির। এই বাড়িতে যারা ভ্রমণ করেছে তাদের একটি ভিজিটর লগে সই করতে হয়। ভিজিটর লগ অনুযায়ী এই পর্যন্ত এই বাড়িটি ভ্রমণ করেছে ১১ হাজারের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।