জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে রাবেয়া খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এ ঘটনা ঘটে।
এই ঘটনায় ছেলে জাহিদকে (২৫) আটক করেছে পুলিশ। জানা যায়, নিহত রাবেয়া ওই এলাকার মৃত হযরত আলীর স্ত্রী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার ১১টার দিকে জাহিদের মা রাবেয়া খাতুনের সাথে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলো। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাস্তায় মারা যায় রাবেয়া খাতুন।
বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাড়ি পাশের ভুট্টা খেত থেকে ছেলে জাহিদকে গ্রেপ্তার করে। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে। সে দা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এছাড়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।