জুমবাংলা ডেস্ক : অভাবের তাড়নায় ছেলেকে হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া মা সোনালি চাকমাকে সঞ্চয়পত্র করার জন্য এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক।
রোববার (১৪ আগস্ট) সোনালি ও ছেলে রামকৃষ্ণকে সরকারি এসব সহায়তা প্রদান করার কথা জানান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি সরকারি ঘর দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া মা সোনালি চাকমা মানসিক রোগাক্রান্ত কি না, মেডিকেল চেকআপ করার ব্যবস্থা করবেন জেলা প্রশাসক। যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ভাতাও পাবেন তিনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, খাগড়াছড়ি সমাজ সেবা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নে সভাপতি প্রদীপ চৌধুরী, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১১ আগস্ট অভাব-অনটনের কারণে ছেলে রামকৃঞ্চ চাকমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকুজ্যাছড়ির গ্রামের বাসিন্দা সোনালি চাকমা।
দুবাই থেকে দেশে আসার জন্য বিমানবন্দরে যাওয়ার সময় প্রাণ গেল জালালের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।