সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দেশের জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম এ সংবাদ প্রকাশের পর দেড় বছরের শিশু আলফি শাহরিনের মা মান্না তানিয়া অবশেষে মুক্তি পেয়েছে। বুধবার দুপুরে ভ্রামমান আদালতে শাস্তিপ্রাপ্ত স্বামীকে পালাতে সহযোগিতার মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাকে পনের দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর সেই আদেশের বিরুদ্ধে আপিল করলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তার কারাদণ্ড মওকুফ করে তাকে খালাশ প্রদান করেন।
এরআগে, মানিকগঞ্জের সিংগাইরে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিকে সিলগালা ও প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সেসময় মান্না তানিয়া তার স্বামী হাসপাতালের মালিক নজরুল ইসলাম স্বপনকে পালাতে সহযোগিতা করেন। এ অপরাধে তাকে গ্রেফতার করে পনের দিনের কারাদণ্ড দেয়া হয়।
তবে তার দেড় বছর বয়সী দুধের শিশু রয়েছে জানিয়ে অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম এ সংবাদ প্রকাশের বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে কারাদণ্ডের আদেশ মওকুফ করে খালাস প্রদান করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।
মান্না তানিয়ার মা নাজমুন নাহার জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার নাতনি তার মাকে না পেয়ে খুব করছিল। আমার মেয়েকে মুক্তি দেয়ায় ডিসি স্যারের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো।
জেলা প্রশাসন সূত্র জানায়, আইনগতভাবে তারা আপিল করেছিল। ওই গৃহবধুর দেড় বছরের শিশু সন্তানের কথা চিন্তা করে মানবিক কারণে তাকে মুক্তি দেয়া হয়েছে।
স্বামীর বদলে স্ত্রীকে গ্রেফতার, মায়ের জন্য কাঁদছে দুধের শিশু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।