বিনোদন ডেস্ক : দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বলে পরিচিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। প্রতি বছর আয়োজিত এই চলচ্চিত্র উৎসব এবছরও শুরু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবেই বিনামূল্যে দেখা যাবে ২০২২ সালের জনপ্রিয় সিনেমা ‘হাওয়া’।
জানা গেছে, জাতীয় জাদুঘরে ১৬ জানুয়ারি ‘হাওয়া’ সিনেমাটি। আর ২০ জানুয়ারি ‘ওরা ৭ জন’ দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। উদ্বোধনী দিনে থাকছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ ও পূর্ণদৈর্ঘ্য আশিক মুস্তাফার ‘থার্টি ফাইভ’। এই সিনেমাগুলোও বিনামূল্যে দেখা যাবে।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান জানান, এ উৎসবে ১০টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। বরাবরের মতো এবারও ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।
উৎসবটির এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এবার ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।