বিনোদন ডেস্ক : কোরিয়ান বিনোদন জগতের নাম শুনলেই মনে পরে সিনেমা ‘ট্রেন টু বুসান’ কিংবা সিরিজ ‘স্কুইড গেইম।’ কোরিয়ান-ড্রামা সিরিজের গতানুগতিক ভক্তদের ছাড়িয়ে পুরো বিশ্বে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা ও সিরিজ। তবে ভৌতিক ধারায় ট্রেন টু বুসানের রেকর্ড ছাড়িয়ে আলোড়ন তুলেছে এবছর মুক্তি পাওয়া নতুন সিনেমা ‘এক্সহুমা।’
২২শে ফেব্রুয়ারি কোরিয়ান প্রেক্ষাগৃহে ‘পাম্য’ নামে মুক্তি পাওয়া এ চলচ্চিত্র একের পর এক রেকর্ড ছাড়িয়েই চলছে।
সিনেমাটির মুক্তি পাওয়ার আগে থেকেই লি দো-হিয়ানের, কালো কালির ট্যাটু অঙ্কিত হাত ও সাথে সাদা পোশাকে সজ্জিত হওয়া ছবি কিংবা কিম গো ইউনের পাশে প্লেনে বসে কানে হেডফোন গোঁজানো ছবি বেশ ভাইরাল হয়েছে।
এক্সহুমার মূলত এক কোরিয়ান শামান তথা ওঝাবৃত্তি সংস্কৃতি যা এখনো কোরিয়ার বেশ কিছু অঞ্চলে চালু রয়েছে। তার দলকে কেন্দ্র করে, যারা এক ধনী কোরিয়ান বংশোদভুত আমেরিকান পরিবারের ছোট্ট শিশুকে পীড়াদায়ক অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা করে।
এরই পরিপ্রেক্ষিতে একে একে উন্মোচিত হতে থাকে পরিবাররের সঙ্গে সম্পর্কিত কবরের রহস্য যা এক ছোট পাহাড়ের চুড়ায় অবস্থিত। প্রধান চরিত্র লি হোয়া-রিম (কিম গো-ইউন) তার সহযোগী বং-গিলের (লি দো-হিয়ান) উচ্চস্বরে প্রার্থনা এবং গানের তালে তালে যেন শামানবিদ্যার নানা অদ্ভুত আচরনের সাথে পরিচয় করিয়ে দেয় দর্শকদের। শেষ পর্যন্ত মৃত্যু ঝুঁকি নিয়ে তারা গাড়িতে কবর তোলে পাড়ি দেয় অন্য জায়গায়। কিন্তু যাত্রাতেই উন্মোচিত হয়ে যায় কবরের আরো বিদঘুটে এবং ভয়ঙ্কর রহস্য, শুরু হয় রক্তপাত।
কোরিয়ার অনান্য সাধারণ সিনেমায় শামানদের সব সময় সাদা কিংবা শামানের গতানুগতিক পোশাকেই দেখা যায়। তবে এই সিনেমায় শামান সংস্কৃতির সাথে আধুনিকায়নের কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে কোরিয়ান নেটিজেনরা।
মজার বিষয় চলচ্চিত্রটির পরিচালক জাং জে-হিয়ান কোরিয়ার অন্যতম শীর্ষ পরিচালক বং জুন-হো এর মতো তেমন বিখ্যাত না হলেও বং জুন-হো এর বিখ্যাত সিনেমাগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে জাং জে-হিয়ানের এই সিনেমা।
২০১৬ সালে মুক্তি পাওয়া ট্রেন টু বুসানের দর্শক সমাগমের সর্বোচ্চ রেকর্ড ছিল সাড়ে ১১ কোটির বেশি। এক্সহুমার মুক্তির দুই মাসেই এই রেকর্ড ছাড়িয়েছে।
সাদামাটা ‘গাঁয়ের বধূ’র সাজে মন মাতালেও আসলে দারুণ স্টাইলিশ প্রতিভা
গত ১৬ ফেব্রুয়ারী ফোরাম বিভাগে ‘৭৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। সিনেমায় অভিনয় করেছেন – চোই মিন-শিক, কিম গো ইউন, লি দো-হিয়ান, ইউ হে-জিন এবং জেওন জিন-কি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।