জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কুলকাঠি ইউপির বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আনছার আলী হাওলাদার ওই গ্রামের আব্দুল সাত্তার হাওলাদারের ছেলে।
বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার তার বাড়িতে মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকেলে আসরের আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।