আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অ্যাপার্টমেন্টে গত মাসে দুই বোনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাদের পরিচয় শনাক্ত করেছে। তারা সৌদি আরবের নাগরিক। তবে বিস্তারিত কোনো তথ্য তারা জানতে পারেনি। তদন্ত কর্তৃপক্ষ আরও তথ্যের জন্য আবেদন করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
নিউ সাউথ ওয়েলস পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, পুলিশ ৭ জুন ওই দুই বোনের লাশ উদ্ধার করে। তাদের একজন হলেন আসরা আবদুল্লাহ আলসেহলি (২৪) ও অপরজন আমাল আবদুল্লাহ আলসেহলি (২৩)। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে গোয়েন্দারা তা নিশ্চিত হতে পারেননি। তদন্তে জানা গেছে, মৃত্যুর আগে তারা ওই স্থানে কিছু সময় অবস্থান করেছিলেন।
দুই বোন ২০১৭ সালে সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় আসেন। নিউ সাউথ ওয়েলস পুলিশ সিএনএনকে নিশ্চিত করেছে, তাদের মৃত্যু স্বাভাবিক ছিল। কারণ তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুলিশের গোয়েন্দা পরিদর্শক ক্লডিয়া অলক্রফট বলেন, জনসাধারণের কাছ থেকে পাওয়া যেকোনো তথ্য তদন্তের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এজন্য তারা তাদের সঙ্গে পরিচিত এমন লোকদের খুঁজছেন।
গোয়েন্দারা এমন কারও সাথে কথা বলতে আগ্রহী যারা মৃত্যুর আগে ওই দুই বোনকে দেখেছিল, কিংবা তাদের সংস্পর্শে এসেছিল। দুই বোনের মৃত্যুর আগের দিন বা সপ্তাহগুলোতে যারা তাদের কাছ থেকে দেখেছে, তারা তাদের গতিবিধি সম্পর্কে তথ্য দিতে পারে। আমরা মনে করি মে মাসের শুরুর দিকের দিনগুলোর তথ্য জানতে পারলে তাদের কেন মৃত্যু হয়েছে তা জানা যেত।
টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে সিডনির সৌদি কনস্যুলেট জানিয়েছে, তারা এই মামলার বিষয়ে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। তাদের পরিবার খুবই উদ্বিগ্ন। কনস্যুলেটের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।