‘পাঠান’ সিনেমার শেষ দৃশ্যের রহস্য ফাঁস করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : পাঠান ঘিরে উন্মাদনা বারবারই প্রমাণ করেছিল কতটা সাফল্য পেতে পারে ছবিটি। ছবি মুক্তির আগে থেকেই মানুষ দলে দলে ছুটেছিল টিকিট বুকিং করতে। এরপর একে একে কোটি কোটি টাকার ব্যবসা যেভাবে বেড়েছে, তাতে বোঝাই যাচ্ছিল কোথায় গিয়ে দাঁড়াবে ব্যবসা। বলিউড বাদশাহের বছর চারেক পর আবারও পর্দায় আগমন ভক্তদের আরও হলমুখী করেছে। একের পর এক বন্ধ হল-এর তালা খুলেছে। প্রত্যেকদিনই নতুন নতুন চমকের খবর সামনে এসেছে। হাজারও বিতর্ককে ফুৎকারে উড়িয়ে সিনেমার প্রতি ভালোবাসায় ছুটে গিয়েছে দর্শক।

এরমধ্যেই ভক্তদের সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়েছিল গোটা পাঠান টিম। ছবির প্রতিটা মুহূর্ত থেকে একে অন্যকে নিয়ে হাসি মজা সবটাই হয়েছে সেখানে। এরই মধ্যে দর্শকের দরবারে হাজির হতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে #AskSRK সেশন করেছিলেন শাহরুখ। সেখানেই পাঠানের জিমকে নিয়ে ভক্তের প্রশ্নে মজার উত্তর দিয়েছেন বাদশা।

ভক্তদের জন্য টুইট করার সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় ঝড় ওঠে প্রশ্নের। কেউ জিজ্ঞেস করলেন পাঠানের পারিশ্রমিক তো কেউ জানতে চাইলেন পাঠানে দীপিকার সঙ্গে লিপলক নিয়ে। প্রতিটা প্রশ্নের উত্তরও গুছিয়ে দিচ্ছেন বাদশা। এক খুদের ভালোবাসার প্রস্তাবে ভালোবাসার আলিঙ্গন জানিয়েছেন কিং খান। বিতর্ক নিয়ে কথা উঠতে তাতেও উত্তর দিয়েছেন শাহরুখ। এখন দেশের জন্য অনেক কিছু ভাবতে হবে বলেও জানান তিনি।

তবে তাঁর ছবি নিয়ে যত বিতর্কই হোক না কেন, বরাবরের মতোই তিনি কুল। হাসি-মজায় উত্তর দেওয়ায় কিং খানের জুরি মেলা ভার। এই জিজ্ঞাসাবাদের আসরেই এক ভক্তের প্রশ্ন, “স্যার জিম জিন্দা হ্যায় ক্যায়া?” উত্তর যেন তৈরিই ছিল তাঁর ঝোলায়। বললেন, “আমি ঠিক জানি না। ওকে ফেলে দেওয়ার পর সোজা শ্যাম্পু করতে গিয়েছিলাম।” প্রসঙ্গত, ছবিতে জিম চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। একেবারে শেষ দৃশ্যে জনকে ফেলে দেওয়া প্রসঙ্গেই ভক্তের জিজ্ঞাসা। শাহরুখের জবাবে ভক্তেরা একের পর এক কমেন্ট করতে থাকেন। পরবর্তী ছবির ঘোষণা কবে তা জানার জন্য মুখিয়ে সকলে। পাঠানের পর আবারও পাঠান ২ আসবে কিনা, তা নিয়েও জল্পনা শুরু করে দিয়েছে দর্শক।

চার বছর পর বড় পর্দায় কিং খানের আগমনে সকলেই ভীষণভাবে খুশি। পাঠানের জমজমাট সাফল্যের পর ডাঙ্কি ও জওয়ান দেখার জন্যও এখন প্রহর গুণছেন তারা। আবারও কবে ধামাকা মাচায় শাহরুখ, এখনই শুরু হয়ে গিয়েছে অপেক্ষা।

পাঠান ছবির আসল আয় কত? নেটিজেনের প্রশ্নের উত্তরে যা বললেন শাহরুখ খান

Previous Article

সিরাজগঞ্জে খিরার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Next Article

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন চান জো বাইডেন