স্পোর্টস ডেস্ক : ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে আগামী ২৮ অক্টোবর হতে যাচ্ছে ব্যালন ডি’অর এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি কে পাবেন, সেদিনই তা সকলের জানার কথা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনের দাবি, এবার ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠছে পুরস্কার।
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনির সঙ্গে আলোচনায় রয়েছেন জুড বেলিংহ্যাম ও রদ্রি। ধারণা করা হচ্ছে এই তিনজনের একজনের হাতেই পুরস্কার উঠবে।
রিয়ালের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান তারকা নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা আর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিনি। তার নামের পাশে ৩৯ ম্যাচে ২৪ গোল ও ১১টি অ্যাসিস্ট আছে। এজন্য তাকে ব্যালন ডি’অর জয়ী হিসেবে চিহ্নিত করছে মার্কা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।