‘ডিভোর্স’ নামে পারফিউম ব্র্যান্ড চালু করলেন দুবাইয়ের রাজকন্যা

Divorce

আন্তর্জাতিক ডেস্ক : এবার ডিভোর্সকে কেন্দ্র করে নিজেই ‘ডিভোর্স’ নামের পারফিউম ব্র্যান্ড চালু করলেন রাজকন্যা। মাহরার প্রসাধনী সংস্থা ‘মাহরা এম১’ এর তৈরি করা নতুন সুগন্ধির নাম ‘ডিভোর্স’।

Divorce

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সুগন্ধির কালো বোতলের গায়ে ইংরেজি হরফে সাদা কালিতে লেখা ‘ডিভোর্স’। তবে সুগন্ধির গোটা প্যাকেজিং এমনই হবে কি না, সেটা অবশ্য নিশ্চিত করে কোথাও উল্লেখ করা নেই।

শেখা মাহরা সোমবার (৯ সেপ্টেম্বর) ম্যাট কালো রঙের একটি বোতলের ছবি পোস্ট করেছেন। বোতলের গায়ে লেখা ‘ডিভোর্স’।

একমাত্র সন্তান জন্মের মাত্র দুই মাস পরেই স্বামীর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন শেখা মাহরা। কারণ হিসেবে স্বামীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করেন তিনি।

ডিভোর্স ঘোষণার ওই ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। এখন থেকে আমি আপনার সাবেক স্ত্রী।’