জুমবাংলা ডেস্ক : সম্প্রতি বিভিন্ন স্থানের শিক্ষার্থী হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্নতা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
বুধবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটি জানানো হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্থা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব অলীক মৃ, সংগঠক আবু সাঈদ লিওন, ফয়সাল মাহমুদ শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সামান্থা শারমিন বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা দেখতে পাচ্ছি। এরইমধ্যে কয়েকজন শিক্ষার্থী তাদের জীবন হারিয়েছেন। কীভাবে হারিয়েছেন সে তথ্য আমরা পাইনি। হত্যার মাধ্যমে আমরা এই জীবনগুলোকে হারিয়ে যেতে দেখতে পারি না।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা এই অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে চায়। অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে আমরা শক্ত অবস্থান নিতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা সেটা করেনি। আমরা চাই— তাদেরকে আরো শক্ত ভূমিকা পালন করতে হবে।
সামান্থা শারমিন বলেন, আমাদের অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তরুণ প্রজন্মকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। অতীতে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদেরকে মাঠে-ময়দানে থাকতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, কোনো পক্ষ যাতে এই অবস্থার সুযোগ নিতে না পারে। আমাদের সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।