বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস ওভার আইপি পরিষেবা। এটি ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য সামগ্রী ভাগ করতে দেয়।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ফিচার নিয়ে হাজির হয়েছে।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য চালু করলো নতুন সুবিধা যেখানে একই ফোনে ব্যবহার করা যাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। অর্থাৎ একজন ইউজার চাইলে দুটো আলাদা ফোন নম্বর থেকে একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন।
বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই ডুয়েল সিম সেবা পাওয়া যায়। আর আপনি যদি ফোনে দুটি সিম রাখেন, তাহলে ওই দুই আলাদা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একটাই ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে শুধু সুইচ অ্যাকাউন্ট করতে হবে ব্যবহারকারীকে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই সুইচ অ্যাকাউন্টের পরিষেবা পাওয়া যাবে।
ডিজিটাল ডিসপ্লের সঙ্গে ব্লুটুথ নেভিগেশন, সস্তায় এই ৫ স্কুটারেই পাবেন এমন ফিচার
যেভাবে পাবেন এই সুবিধা:
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে।
২. উপরে ডানদিকের কোণে যে তিনটে ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
৩. তারপর বেশ কয়েকটি অপশনের একটা তালিকা খুলে যাবে। সেখানে সুইচ অ্যাকাউন্ট অপশন পাবেন ইউজাররা।
৪. ‘সুইচ অ্যাকাউন্ট’ ক্লিক করলে দ্বিতীয় যে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার হয়ে যাবেন ইউজার।
পাসকোড অথবা ফেস আইডির মাধ্যমে আলাদা আলাদা চ্যাট লক করে রাখা যাবে। ইউজার একটি চ্যাটকে একবার লক করলে সেটি চলে যাবে ‘লকড চ্যাট’ সেকশনে। সমস্ত লকড চ্যাট এই সেকশনে বা বিভাগেই পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।