হজের নতুন আইন কার্যকর

hajj

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজবিষয়ক নতুন আইন রোববার থেকে কার্যকর হয়েছে, যা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

hajj

নতুন আইন অনুযায়ী, যারা এ বছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন লাখ টাকা।

অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহণ করেন তাহলে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদিশ অর্থে ১৫ লাখ টাকারও বেশি।