বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে নতুন ফোন আনল অনর। যার মডেল অনর এক্স৯সি। এটি একটি ৫জি কানেক্টেড স্মার্টফোন। ফোনটিতে গুরুত্বপূর্ণ একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কার্ডড ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি।
অনর এক্স৯সি ফোন ওআইএস ও ইআইএস সাপোর্টসহ প্রাইমারি ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্টসহ একটি বড় ব্যাটারি রয়েছে। ফোনের রিয়ারে একটি সার্কুলার ক্যামেরা মডিউল এবং ফ্রন্টে একটি কার্ভড কর্ণারসহ স্ক্রিন রয়েছে। এই ফোনের ডিজাইন অনেকটা অনর এক্স৯বি ফোনের মতো।
ফিচারের কথা বললে, অনর এক্স৯সি ফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। যা ১২২×২৭০০ পিক্সেল রেজুলেশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেনারেশন ১ চিপসেট চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে অনার এক্স৯সি দেওয়া হয়েছে ওআইএসসহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে অনর এক্স৯সি ফোনে ৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি অ্যানড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওেএস ৮.০ ভার্সনে চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।