জুমবাংলা ডেস্ক : আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘মধ্যমপন্থি রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। তবে এখনও রাজনীতিক দলের নাম ঠিক হয়নি। কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে ১০০-এর বেশি নাম প্রস্তাব এসেছে। সে নামগুলো থেকে একটি চূড়ান্ত করে নতুন দলের নামকরণ করা হবে।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক ও রিফাত হাসান প্রমুখ।
আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনে এসেছে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে। মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সেই কারণেই আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা মনে করি, সামনে যে নির্বাচন আসতেছে, সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।’
নতুন রাজনৈতিক দল কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি মধ্যমপন্থি রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করবো না। একইভাবে মুসলিম, হিন্দু ও ধর্মীয় উগ্রবাদ বরদাশত করবো না। দেশের মানুষ সুখে-দুঃখে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে চায়, সম্প্রীতি বজায় রাখতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যমপন্থি এক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আদর্শ নিয়ে আমরা দল গঠন করছি।’
এরপর বিকালে রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আখতার হোসেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারি মাসের মধ্যে ৪ শতাধিক থানা কমিটি হয়ে যাবে। জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে আমাদের।’
আগামী নির্বাচনে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে আসার একটা পাঁয়তারা করছে উল্লেখ করে নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, ‘এটা স্পস্টত যে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদতেই হয়তো এ ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।